মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে ঠাঁই হলো বাবার
প্রকাশিত: ০১:৫৬ ১৩ মার্চ ২০২০

প্রতীকী ছবি
চট্টগ্রামে শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ওই ব্যক্তির বাড়ি নোয়াখালী জেলায়। পরিবার নিয়ে নগরীর বাকলিয়ার খালপাড় এলাকায় বসবাস করতেন তিনি।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, ওই ব্যক্তি শ্রমিকের কাজ করলেও গত ছয়মাস ধরে বেকার। তার স্ত্রী মিলে শ্রমিকের কাজ করে সংসার চালান।
ওসি আরো জানান, শিশুটি জানিয়েছে, সকালে তার মা কাজে চলে গেলে বাবা তাকে ধর্ষণ করে। গত ৮ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত তাকে প্রতিদিন ধর্ষণ করেছে তার বাবা। বৃহস্পতিবার সকালে মাকে বিষয়টি জানায় শিশুটি। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। মেয়েটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পরীক্ষার পর আদালতে পাঠানো হয়।
সেখানে তার বাবার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছে শিশুটি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতে নিলে তাকে কারাগারে পাঠানোর হয়।
ডেইলি বাংলাদেশ/আরএম