পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি
পিরোজপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:২৫ ৮ নভেম্বর ২০১৯ আপডেট: ২১:২৭ ৮ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেখা মেলেনি সূর্যের। সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। একই সঙ্গে বয়ে গেছে দমকা বাতাস।
বৈরী আবহাওয়ার কারণে জরুরি প্রয়োজন ছাড়া শুক্রবার ঘর থেকে বেরই হয়নি মানুষ।
ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি ইউপিতে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ২২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ডিসি আরো জানান, ঘূর্ণিঝড় থেকে সতর্ক থাকতে প্রতিটি উপজেলায় মাইকিং করছে স্বেচ্ছাসেবীরা।
ডেইলি বাংলাদেশ/এআর