Daily Bangladesh - ডেইলি বাংলাদেশ
বুধবার ২০ জুন, ২০১৮

হৃতিক-টাইগার শ্রফের সঙ্গে অন্তরঙ্গদৃশ্যে বাণী কাপুর!

 বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কৃষ, কাবিল, ধুম সিনেমার মতো অনেক সফল সিনেমার উপহার দিয়েছেন তিনি। আর জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফও নতুন অভিনেতাদের মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। এবার এ অভিনেতাদ্বয়কে এক সঙ্গে দেখা যাবে রোমান্টিক দৃশ্যে। অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে যাচ্ছেন তারা।

জানা গেছে, ২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার মাধ্যমে বলিউড চলচ্চিত্রে পা রাখেন বাণী। এবার হৃতিক রোশানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে দুজনকে রোমান্স করতে দেখা যাবে। যশরাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় জুটি বাঁধবেন তারা। অ্যাকশন ও কমেডি ঘরানার এ সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

এ প্রসঙ্গে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘সিনেমাটিতে হৃতিক রোশান ও টাইগার শ্রুফের মতো দুইজন হার্টথ্রব অভিনেতা রয়েছেন। কিন্তু একজন নায়িকা দেখা যাবে হৃতিকের বিপরীতে। এই নায়িকা চরিত্রের জন্য একজন অল্প বয়সী তরুণী খুঁজছিলাম এবং একজন পেয়েও গেছি। তিনি বাণী কাপুর। অভিনেত্রী হিসেবে বাণীকে আমাদের পছন্দ। মিটিং শেষে আমি বুঝাতে পেরেছি বাণী আমাদের চলচ্চিত্রের জন্য সেরা। ’

নাম ঠিক না হওয়া এ সিনেমাটি ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে। বলিউডে বাণী মোট তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ তাকে ‘বেফিকর’ সিনেমায় দেখা যায়। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। ২০১৬ সালে মুক্তি পায় সিনেমাটি।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ