Alexa কক্সবাজারে সড়কে ঝরল দুই প্রাণ

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

কক্সবাজারে সড়কে ঝরল দুই প্রাণ

কক্সবাজার প্রতিনিধি

ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত : ০২:৩৩ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার | আপডেট: ০৩:২০ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ছয় জন আহত হয়েছেন।

মহেশখালীর মাতারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মাতারবাড়ি ফুলজান মুরা গ্রামের শেফায়েত উদ্দীন ও মাঝের ডেইল এলাকার নাছির মোহাম্মদ মামুন। আহত ছয় জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, দুর্ঘটনায় আহত গাড়ির চালক মোহাম্মদ রাসেলের অবস্থা আশঙ্কাজনক। আহত চালকের বাড়ি মাতারবাড়ির রাজঘাট এলাকায়।

সিমেন্টের খালি প্যাকেট ভর্তি গাড়িটি সন্ধ্যায় চালিয়াতলী-মাতারবাড়ি সড়কের দারাখাল মাঝের চর এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও ইউএনও জামিরুল ইসলাম জানান, কী কারণে দুর্ঘটনা হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ