Alexa কুমারখালীতে শিক্ষক-ব্যবসায়ীর দণ্ড

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

কুমারখালীতে শিক্ষক-ব্যবসায়ীর দণ্ড

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত : ০২:১৯ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ০২:১৯ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে আলাদা অভিযানে কোচিং সেন্টারের শিক্ষক, বালু, ব্রিকস ব্যবসায়ীকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে কোচিং সেন্টারে অভিযান চালান কুমারখালী ইউএনও রাজীবুল ইসলাম খান। এ সময় এক শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
 
এদিকে, বিকেলে চাপড়া ইউপিরর সৈয়দ মাছ উদ রুমী সেতু গড়াই নদী থেকে বালু তোলায় আটজনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ডসহ চার লাখ টাকা জরিমানা করেন আদালত। এদের মধ্যে ছয়জন জরিমানা দিয়ে ছাড়া পেলেও দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, অবৈধভাবে ইট ব্রিকসে কাঠ পোড়ানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানগুলোতে উভয় দণ্ড প্রদানের কথা নিশ্চিত করেছেন ইউএনও । এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মুহাম্মদ নূর এ আলম।

ডেইলি বাংলাদেশ/এমকেএ