Alexa তফসিলের পর আন্দোলন সংবিধান পরিপন্থী: কাদের

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

তফসিলের পর আন্দোলন সংবিধান পরিপন্থী: কাদের

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার

ওবায়দুল কাদের। ফাইল ছবি

ওবায়দুল কাদের। ফাইল ছবি

নির্বাচনের তফসিল ঘোষণার পর যে কোনো ধরনের আন্দোলন-কর্মসূচি সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তফসিল ঘোষণার পর যে কোনো আন্দোলন-কর্মসূচিকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে কাদের বলেন, এটা কোন অবস্থায় মেনে নেয়া যায় না।

সকালে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

ডেইলি বাংলাদেশ/জেডআর/আরআই