Alexa এবার বড় পর্দায় দ্য লং ওয়াক !

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

এবার বড় পর্দায় ‘দ্য লং ওয়াক’!

বিনোদন ডেস্ক

ডেইলি-বাংলাদেশ

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ফটো

ফাইল ফটো

‘ইট’-এর সাফল্যের পর জনপ্রিয় লেখক স্টিফেন কিংয়ের আরো একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হবে চলচ্চিত্র। প্রযোজনা প্রতিষ্ঠান নিউ লাইন সিনেমা এটি নির্মাণ করবে।

এবার বেছে নেয়া হয়েছে লেখকের ১৯৭৯ সালের জনপ্রিয় উপন্যাস ‘দ্য লং ওয়াক’। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন জেমস ভ্যান্ডারভল্ট। ভবিষ্যতের যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে লেখা হয়েছে ‘দ্য লং ওয়াক’। যখন ক্ষমতায় থাকে একদলীয় শাসক।

ওই সময় প্রতি বছর হাঁটার প্রতিযোগিতা আয়োজন করা হয়। শর্ত হলো ঘণ্টায় কমপক্ষে চার মাইল হাঁটতে হবে। এর কম হলে প্রতিযোগীকে হত্যা করা হয়। একবার প্রতিযোগিতা শেষ হলে দেখা যায়, মাত্র একজন বেঁচে আছে।

অনেকদিন ধরে ‘দ্য লং ওয়াক’ অবলম্বনে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছিলেন ভ্যান্ডারভল্ট ও অন্য প্রযোজক ব্র্যাডলি ফিসার। তারা দুজনেই বইটির ভক্ত।

ডেইলি বাংলাদেশ/জেডআই