Alexa গোপালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বাষিকী পালন

ঢাকা, শনিবার   ১৭ আগস্ট ২০১৯,   ভাদ্র ২ ১৪২৬,   ১৫ জ্বিলহজ্জ ১৪৪০

গোপালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বাষিকী পালন

গোপালগঞ্জ প্রতিনিধি

ডেইলি-বাংলাদেশ

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিসি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক এর সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মো. রুহুল আমিন প্রমুখ।

এসময় বক্তারা ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশের উত্তরণ ব্যাপারে বিশদ আলোচনা করেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম