Alexa আইফোন ১১-এ আনল নতুন ‘চমক’, জেনে নিন দাম ও ফিচার

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

আইফোন ১১-এ আনল নতুন ‘চমক’, জেনে নিন দাম ও ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৬:২১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ফাইল ফটো

ফাইল ফটো

আইফোন ১১ উন্মোচন করলো অ্যাপল। ক্রেতারা পাচ্ছেন ২০ সেপ্টেম্বর থেকে।  

এতে রয়েছে আইফোন এক্সআর এর আপডেট ভার্সন। পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, স্পাটিয়াল অডিও, ডলভি এটমাস সাপোর্ট এবং উন্নত ব্যাটারি ফিচার।

আইফোন ১১-এ পাবেন ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। এই ফোনে নতুন এ ১৩ বায়োনিক প্রসেসর দেয়া হয়েছে।

এই ফোনের পিছনে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা দেয়া হয়েছে।  এছাড়া দেয়া আছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল মেন শুটার ক্যামেরা। যার অ্যাপারচার এফ/ ১.৮। মেন ক্যামেরার সঙ্গে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড সেন্সর দেয়া হয়েছে।

ফোনের পিছনের ক্যামেরায় স্মার্ট এইচডিআর, নাইট মোড, পোর্ট্রেট মোড এবং ৬০ এফপিএস এর সঙ্গে 4K ভিডিও রেকর্ডের সুবিধা আছে। সেলফির জন্য এই ফোনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাহায্যে 4K ভিডিওসহ স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাওয়া যাবে।

আইফোন ১১ একবার চার্জে আইফোন এক্সআর এর থেকে ১ ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর মূল্য ধরা হয়েছে প্রায় ৭৬,৫০০ টাকা। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ