Alexa এমবিএল-আইসিবি’র মধ্যে  চুক্তি সই

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

এমবিএল-আইসিবি’র মধ্যে  চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি সংস্থাটির প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়। 

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং আইসিবি’র মহাব্যববস্থাপক দীপিকা ভট্টাচার্য্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়,নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করাই এ চুক্তির উদ্দেশ্য। এন্টারপ্রেনারশিপ সাপোর্ট ফান্ড (ইএসএফ) এর আওতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প এবং আইসিটি প্রকল্প স্থাপনের লক্ষ্যে এই ঋণ দেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কমকর্তারা।

ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে