Alexa চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-২

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-২

আন্তর্জাতিক ডেস্ক

ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মহাকাশ যান চন্দ্রায়ন-২ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকালে এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে বলে দেশটির মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে। ফলে চন্দ্রপৃষ্ঠে অবতরণের লক্ষ্যে আরো এগিয়ে গেলো তারা।

প্রথম প্রচেষ্টায় ব্যার্থ হওয়ার পর গেল ২২ জুলাই সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে দ্বিতীয় প্রচেষ্টায় এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ এর গতির ওপরে গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছে । যে গতি নিয়ে এটির চাঁদের কক্ষপথে ঢোকার কথা তার থেকে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে। আবার নির্দিষ্ট গতির থেকে কম গতিতে চন্দ্রযান-২ কক্ষপথে ঢুকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছড়ে পড়তে পারে চাঁদের মাটিতে। 

চাঁদের কক্ষপথে ঢোকার পর সেটি সেখানে পনের দিন ধরে প্রদক্ষিণ করবে। তারপর আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-২। 

 

সূত্র : জি-নিউজ, নিউজ ১৮

ডেইলি বাংলাদেশ/মাহাদী