Alexa এত বড় নৌকা!

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

এত বড় নৌকা!

পাবনা প্রতিনিধি

ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত : ০১:৪৬ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় ৭২ ফুট লম্বা বাইচের নৌকা তৈরি করেছে কাজিপুর গ্রামের মানুষ। এতে খরচ হয়েছে সাত লাখ টাকার বেশি।

শুক্রবার বিকেলে নৌকাটি উদ্বোধন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল টুকু।

এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ।

পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল লতিফ জানান, নতুন প্রজন্মের মাঝে প্রায় হারিয়ে যাওয়া নৌকা বাইচের ঐতিহ্য ধরে রাখতেই এ উদ্যোগ। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণেই এত বড় ও ব্যয়বহুল নৌকা তৈরি করা সম্ভব হয়েছে। এবারের বর্ষায় নৌকাটি বিভিন্ন বাইচে অংশ নেবে।

ডেইলি বাংলাদেশ/এআর