Alexa খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ১

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি

ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার | আপডেট: ০৬:৫৪ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির সদর উপজেলার গাছবান এলাকায় বৃহস্পতিবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে।

আটক শুকেন্দু ত্রিপুরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপডিএফের (মূল) সদস্য বীরেন্দ্র ত্রিপুরার ছেলে।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন জানান, ইউপডিএ’র সদস্যরা বিভিন্ন স্থানে চাঁদা আদায় করাসহ ভবিষ্যতে এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শুকেন্দুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড অ্যামুনেশন, চারটি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ