Alexa প্রাতভ্রমণে গিয়ে ট্রাকচাপায় মৃত্যু

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

প্রাতভ্রমণে গিয়ে ট্রাকচাপায় মৃত্যু

খুলনা প্রতিনিধি

ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা-যশোর মহাসড়কের শিরোমনি এলাকায় মঙ্গলবার প্রাতভ্রমণে বের হয়ে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।

নিহত বিলিয়ান হোসেনের বাড়ি মাদারীপুর দক্ষিণ রমজানপুর। তিনি খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ বিদ্যুতের লাইন ম্যান ছিলেন। 

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাতভ্রমণকালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় একজন নারী আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকসহ চালক জহির খানকে আটক করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেএস