Alexa ঈদে শুধু গান নয়, নাচও নিয়ে আসছেন মাহফুজুর রহমান

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

ঈদে শুধু গান নয়, নাচও নিয়ে আসছেন মাহফুজুর রহমান

বিনোদন প্রতিবেদক

ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত : ১০:২৯ এএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। গানের প্রতি তার দুর্বলতা ছিলো সবসময়ই। এ কথা বিভিন্ন সাক্ষাৎকারেও জানিয়েছেন তিনি। আর তাই ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হয়েছিলেন। 

গেল দুই বছরে গানের আঙিনায় সবচেয়ে আলোচিত নাম ড. মাহফুজুর রহমান। তার দাবি, কেউ কেউ সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা অপেক্ষায় থাকেন মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের জন্য।

তাদের জন্য সুখবর নিয়ে ফিরছেন ড. মাহফুজুর রহমান। আসছে রোজা ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এই চ্যানেল মালিক ও গায়ক। তারই মালিকানাধীন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে অুনষ্ঠানটি। 

এতো গেলো পুরনো খবর, তবে নতুন খবর হলো, গান ছাড়াও নাচের একটি অনুষ্ঠান করছেন তিনি। এই অনুষ্ঠানটিও তার মালিকাধীন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের কোরবানি ঈদের ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান প্রচারিত হয়। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে ‘প্রিয়ারে’ এবং কোরবানি ঈদে প্রচার হয়েছে তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’।

ডেইলি বাংলাদেশ/টিএএস