দুষ্প্রাপ্য হলুদ শিমুল ফুল
লাল শিমুল ফুল নিয়ে অনেকের ছোটবেলার স্মৃতি থাকলেও হলুদ ফুল একরকম অচেনা-দুষ্প্রাপ্য। এবার সেই দুষ্প্রাপ্য হলুদ শিমুল ফুলের দেখা মিলল নাটোরে। গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের কারিগর পাড়া থেকে দুষ্প্রাপ্য হলুদ শিমুল ফুলের ছবি তুলেছেন নাজমুল হাসান নাহিদ।