কার্তিক ব্রত
প্রতি বছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস বা ‘কার্তিক ব্রত' পালন করেন লোকনাথ ভক্তরা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন শেষে ভাঙা হয় উপবাস। রাজধানীর স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে কার্তিক ব্রত উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। -স্টার মেইল