আগস্ট ২৬,২০২০

মধুমালতী ফুল
মধুমালতী ফুল। গ্রীষ্ম ও বর্ষায় এ ফুল বেশি হলেও সারা বছর কিছু দিন পর পর ফুল ফোটে। তাজা ও বাসিফুলে রঙের ভিন্নতাও এ ফুলের অন্যতম বৈশিষ্ট্য। ছবিটি নাটোরের গুরুদাসপুর উপজেলা চত্বর থেকে তুলেছেন নাজমুল হাসান।

ভরসা কলার ভেলা
বসতবাড়ির চারপাশে ঢুকে পড়েছে বন্যার পানি। তাই কলাগাছের ভেলায় পারাপার হতে হচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউপির হলদি ঘর গ্রাম থেকে ছবিটি তুলেছেন ফারুক হাসান কাহার।