কেমন আছেন ইরফান, জানালেন তিনি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ ১৬ জুলাই ২০১৮ আপডেট: ২০:১২ ২৪ জুন ২০২০

ইরফান খান
নিউরো এনডোক্রিন টিউমারে মার্চ মাস থেকেই আক্রান্ত ইরফান খান। আর তাই মন ভাল নেই তার ভক্তকুলের। এই মুহূর্তে বিদেশে আছেন তিনি। কেমন আছেন তারকা অভিনেতা, জানতে উদগ্রীব তার অনুরাগীরা।
কিছুদিন আগেই তার বর্তমান দিন যাপনের কথা জানিয়েছিলেন। আর এবার সামনে এল তার একটি ছবি।
নিজের টুইটার হ্যান্ডলের প্রোফাইল পিকচার বদলেছেন ইরফান। সেই ছবিতে দেখা যাচ্ছে হাস্যমুখ ইরফানকে। তবে ছবিটি দেখলেই বুঝা যাচ্ছে বেশ রোগা হয়ে গিয়েছেন অভিনেতা।
তবে অভিনেতা তার ভক্তদের উদ্দেশে জানাচ্ছেন, তিনি হতাশায় ভেঙে পড়ছেন না। নিরাশাকে দূরে সরিয়ে আনন্দে বেচে রয়েছেন।
ক’দিনে আগে যে চিঠি সামনে এসেছিল, তাতে ৫১ বছরের অভিনেতার বিষণ্ণতা ফুটে উঠেছিল। কিন্তু এই ছবিতে যেন সেই বিষাদকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার বার্তাই প্রকাশ পাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/টিএএস