প্রথমবার পদ্মাসেতু পার হলো গ্রিন লাইনের ১০ বাস
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:৫৭ ২৫ জুন ২০২২

ছবি: সংগৃহীত
জমকালো আয়োজনে শনিবার উদ্বোধন হয়েছে বাংলাদেশের গৌরবের পদ্মাসেতু। উদ্বোধনের পর প্রথমবারের মতো সেতু পার হয়েছে গ্রিন লাইন পরিবহনের ১০টি বাস।
বাসগুলো সাধারণত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচল করে।
এর আগে, দুপুর ১২টায় পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন ঘোষণা করে নিজ হাতে টোল দিয়ে সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে আয়ের খাতা খুলেছে পদ্মাসেতু। প্রধানমন্ত্রী পার হওয়ার পর পরই সেতুতে মানুষের ঢল নামে।
প্রথম সেতু পারাপারের বিষয়ে গ্রিন লাইন পরিবহনের ব্যবস্থাপক রাকিবুল হক বলেন, পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ১০টি বাস গেছে। এই বাসগুলো প্রথম পদ্মাসেতু পার হয়েছে। ঐ বাসগুলোতে মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমএস