পদ্মাসেতু দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে: হানিফ
প্রকাশিত: ২০:২২ ২৪ জুন ২০২২ আপডেট: ১৭:৪৭ ২৫ জুন ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ- ফাইল ফটো
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাসমূহ এবং রাজধানী ঢাকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি যোগাযোগ স্থাপন করেছে পদ্মাসেতুর মাধ্যমে।
শুক্রবার গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু নির্মিত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর ব্যবসা প্রতিষ্ঠান, পযর্টন, ফিসারিজ, বাণিজ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের জনগণের জীবনমান উন্নত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দীর্ঘ প্রতীক্ষিত বহুমুখী পদ্মাসেতু নির্মাণ করে লাখ লাখ জনগণের স্বপ্ন পূরণ করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দূরদর্শী নেতা শেখ হাসিনা সফলভাবে পদ্মাসেতু নির্মাণ করে লাখ লাখ জনগণের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নির্মিত পদ্মাসেতু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে এটি সর্ববৃহৎ অবকাঠামো নির্মাণ।
ডেইলি বাংলাদেশ/জেডআর/এমআরকে