বাড়ির পাশে খেলতে গিয়ে লাশ হলো স্কুলছাত্রী সামিয়া
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:২৬ ২৪ জুন ২০২২

স্কুলছাত্রী সামিয়া: ফাইল ফটো
টাঙ্গাইলের বাসাইলে পুকুরের পানিতে ডুবে সামিয়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বাসাইল এসআর পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত সামিয়া ওই এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক ছানোয়ার হোসেনের মেয়ে। সামিয়া স্থানীয় রফিক রাজু ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, সকালে খাবার খেয়ে সামিয়া পাশের বাড়িতে খেলতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সামিয়া বাড়িতে ফিরেনি। পরে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পার্শ্ববর্তী মন্দির সংলগ্ন পুকুরে সামিয়াকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান জানান, মৃত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তার পরিবার লাশ নিয়ে গেছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ