অক্টোবরে অনুষ্ঠিত হবে নতুন বছরের প্রথম এল ক্লাসিকো
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:০৯ ২৪ জুন ২০২২

ফাইল ছবি
দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগস্টে লা লিগা ফুটবলের শিরোপা রক্ষার মিশনে নামবে রিয়াল মাদ্রিদ। অপরদিকে রায়ো ভায়েকানোর বিপক্ষে হোম ম্যাচ দিয়ে ২০২২-২৩ লিগ মিশন শুরু করেব স্পেনের আরেক জায়ান্ট বার্সেলোনা।
আগস্ট মাসের ১৩-১৪ তারিখে স্প্যানিশ ফুটবলের শীর্ষ লিগ শুরু হবে। যা শেষ হবে ২০২৩ সালের ৪ জুন। মাঝখানে অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে টুর্নামেন্ট।
প্রতিবেশী গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লিগ মিশন শুরু করবে অ্যাথলেটিকো মাদ্রিদ। এছাড়া সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর। ফিরতি ম্যাচ ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত হবে পরের বছর ১৯ মার্চ।
রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের দুই ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ২৬ ফেব্রুয়ারি।
ডেইলি বাংলাদেশ/এএল