গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র, ৩ ঘণ্টা পর মিলল লাশ
কক্সবাজার প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:০৪ ২৪ জুন ২০২২

ছবি : ডেইলি বাংলাদেশ
কক্সবাজার শহরের বাজারঘাটা পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ মারুফুল ইসলাম মাহি নামে এক কলেজছাত্রের লাশ সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিখোঁজ মাহির বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম জানান, সকাল ১০টার দিকে তারা ৯ বন্ধু গোসল নামে। বেলা সাড়ে ১১টার দিকে পুকুর থেকে উঠে আসার পর তারা খেয়াল করেন মাহি উঠে আসেনি। মাহি কক্সবাজার সিটি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। বিকেল ৩টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. শেখ মুনির উল গিয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ ৩ ঘণ্টা ফায়ারসার্ভিস কর্মীদের চেষ্টার পরবিকেল ৩টায় কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ