হবিগঞ্জে গাড়ির ধাক্কায় নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:৫৩ ২৪ জুন ২০২২

সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় আব্বাস মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মহাসড়কের মাধবপুর অংশের হোটেল হাইওয়ে ইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বস মিয়া উপজেলার আন্দিউরা ইউনিয়নের আরিয়া গ্রামের মৃত নায়েব মিয়ার ছেলে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, আব্বাস মিয়া নামে ঐ ব্যক্তি হোটেল হাইওয়ে ইন এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি গাড়ি থাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/জেএইচ