স্বামীর স্বীকারোক্তিতে কচুরিপানার নিচে মিলল স্ত্রীর মরদেহ
প্রকাশিত: ০২:১৮ ২৪ জুন ২০২২

ছবি: প্রতীকী
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর স্বীকারোক্তি মোতাবেক খালের কচুরিপানার নিচ থেকে আশামনি (২৮) নামে নিখোঁজ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে স্থানীয় মনোরঞ্জন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশামনি উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন দুলাল গ্রামের কবির মণ্ডলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম জানান, গত ১৬ জুন সন্ধ্যার পর খেকে নিখোঁজ হন গৃহবধূ আশা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়। তদন্তের একপর্যায়ে আশার স্বামী কবিরকে আটক ও পরে রিমান্ডে নেয়া হয়।
পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে স্থানীয় মনোরঞ্জন খালের পানার নিচ থেকে আশার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর মরদেহ খালের কচুরি পানার নিচে লুকিয়ে রাখে কবির।
ডেইলি বাংলাদেশ/মাহাদী