ঝোপে কিশোরীর অর্ধগলিত দেহ, শরীরে আঘাতের চিহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:৪৮ ২৩ জুন ২০২২

ফাইল ছবি
ময়মনসিংহের ভালুকায় ঝোপ থেকে এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কিশোরীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে ঝোপের মধ্যে কিশোরীর অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরো বলেন, মেয়েটির আনুমানিক বয়স ১৬ বছর। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
ডেইলি বাংলাদেশ/এমআর