ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে রিয়াজ, নিপুণ ও সাইমনরা
প্রকাশিত: ১৭:৩৯ ২২ জুন ২০২২

ছবি: সংগৃহীত
সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এমন অবস্থায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে নানা উদ্যোগ নিয়ে ওই এলাকার বানভাসিদের পাশে দাঁড়াচ্ছেন।
বন্যার্তদের পাশে দাঁড়াতে এবার সিলেটে ছুটে গেলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কয়েকজন নেতা। এরা হলেন রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিন প্রমুখ। এদের সমন্বয়ে একটি টিম ত্রাণ কার্যে অংশ নিতে সিলেটে অবস্থান করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ জানান, সেখানে তারা গৌয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। এছাড়াও অসহায়দের দিয়েছেন নগদ অর্থও।
জানা যায়, মঙ্গলবার সিলেট পৌঁছানোর পর বুধবার (২২ জুন) সকালে সিলেটে ত্রাণ বিতরণ করেন শিল্পী সমিতির নেতৃবৃন্দ। এই বিষয়ে সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে সক্রিয় হোন।
ডেইলি বাংলাদেশ/টিএএস