১০ স্পটে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব দেখবে চট্টগ্রাম
প্রকাশিত: ১৫:৩৯ ২২ জুন ২০২২

নিউ মার্কেট চত্বর, চট্টগ্রাম- ফাইল ছবি
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শুধু পদ্মার পাড়েই নয়, উৎসবের আমেজ বয়ে চলেছে পুরো দেশজুড়ে। সেই আমেজে পিছিয়ে থাকছে না বন্দরনগরী চট্টগ্রামও।
উদ্বোধনের দিন নগরের ১০ স্থানে এলইডি স্ক্রিনে দেখানো হবে উদ্বোধনের দৃশ্য ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ডিজিটাল এলইডি টিভি স্ক্রিনের মাধ্যমে নগরের ১০টি স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।
স্থানগুলো হলো- নিউ মার্কেট চত্বর, পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর, ষ্টিলমিল বাজার, বাদামতলী মোড়, বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর, অলঙ্কার চত্বর, বহদ্দারহাট মোড়, অক্সিজেন মোড়, আন্দরকিল্লা মোড় ও ডা. খাস্তগীর স্কুল চত্বর।
ডেইলি বাংলাদেশ/এআর