ঝালকাঠিতে ২ দিনে কুকুরের কামড়ে আহত শতাধিক
ঝালকাঠি প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:৪৫ ২২ জুন ২০২২

ঝালকাঠি সদর হাসপাতাল- ফাইল ছবি
ঝালকাঠিতে কুকুরের কামড়ে দুইদিনে শিশু ও বৃদ্ধসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার দুপুর পর্যন্ত ৫০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হঠাৎ এত মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলীর বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।
কাঠপট্টির তপন গুহ ও কামারপট্টির অরুণ পাল জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড়ে দিচ্ছে। এ পর্যন্ত শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. আবু আল হাসান জানান, দুইদিনে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়েছে। এ কারণে টিকা সংকট দেখা দিয়েছে। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওষুধ লিখে দেওয়া হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এআর