ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত
গেটবার না ফেলে ‘নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন গেটম্যান’!
চট্টগ্রাম প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:১৯ ২২ জুন ২০২২

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ডাম্পট্রাক
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ডাম্পট্রাকের সংঘর্ষের ঘটনায় গেটম্যানকে দুষছেন স্থানীয়রা। ঘটনার সময় গেটম্যান আনোয়ার হোসেন ঘুমিয়ে ছিলেন বলে অভিযোগ তাদের। তার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিনকীআস্তানা রেলস্টেশন মাস্টার মো. সিরাজুল হক বলেন, ওই সময় গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জিআরপির সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ মো. খোরশেদ আলম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের কাছে এ ঘটনার জন্য গেটম্যানকে দায়ী করেন স্থানীয়রা। তারা জানান- ট্রেন পার হওয়ার মুহূর্তে গেটবার না ফেলে ঘুমিয়ে ছিলেন গেটম্যান আনোয়ার হোসেন।
মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বালুবোঝাই ডাম্পট্রাকটির হেলপার মুরসালিন নিহত হন। আহত হন চালক শাহ আলম। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর