পুকুরে ভাসছিল পচাগলা লাশ, হাতে মাছভর্তি থলে
প্রকাশিত: ১৩:৫১ ২২ জুন ২০২২

ইনসেটে নিহত চিকিৎসক ইয়াকুব
চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুদিন পর চিকিৎসক ইয়াকুবের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
চিকিৎসক ইয়াকুব পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার হারুন চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাড়ি থেকে ৫শ’ ফুট দূরে একটি পুকুরে ইয়াকুবের লাশ ভাসতে দেখেন প্রতিবেশী ফেরদৌস আক্তার। পরে পুকুর থেকে রেইনকোট পরা অবস্থায় হাতে থাকা মাছভর্তি থলেসহ তার লাশটি উদ্ধার করা হয়।
নিহতের ছেলে হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। লাশ ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। মাছ ধরে ফেরার পথে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙে তিনি নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমআর