চাকা ফেটে উল্টে গেল বাস, আহত ২০
প্রকাশিত: ১২:৪৯ ২২ জুন ২০২২ আপডেট: ১২:৫০ ২২ জুন ২০২২

উল্টে যাওয়া বাস
কুমিল্লার বুড়িচংয়ে বাসের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২০ যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুস সবুর বলেন, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ কিছু ফেটে যাওয়ার বিকট শব্দ শুনি। পরে তাকিয়ে দেখি একটি বাস একপাশে প্রায় কাত হয়ে কিছুটা দূরে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে উল্টে যায়। পরে উপস্থিত লোকজন মিলে বাস থেকে আহতদের বের করে আনি। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পদ্মা এক্সপ্রেসের বাসটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য যাচ্ছিল। গোবিন্দপুর এলাকায় পৌঁছালে চাকা ফেটে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ২০ যাত্রী আহত হন। বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। এতে ঘণ্টাখানেক সময় লাগবে।
ডেইলি বাংলাদেশ/এমআর