বগুড়ায় চলন্ত বাসে আগুন
প্রকাশিত: ১১:২১ ২২ জুন ২০২২

চলন্ত বাসে আগুন
বগুড়ার শিবগঞ্জে চলন্ত বাসের এসি বিস্ফোরণে আগুন লেগেছে। এতে বাসটি পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।
মঙ্গলবার মধ্যরাতে বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলার মোকামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাসযাত্রীদের বরাত দিয়ে মোকামতলা পুলিশ ফাঁড়ির এসআই মনোয়ারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয় নাবিল পরিবহনের স্ক্যানিয়ার বাসটি। মোকামতলা এলাকায় পৌঁছালে বাসের একটি এসির বিস্ফোরণ হয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগে। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ সময়ের মধ্য বাসটি আগুনে পুড়ে যায়।
তিনি আরো জানান, বাসটি দিনাজপুর থেকে ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন যাত্রীরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমআর