ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেল ত্রাণ
প্রকাশিত: ২১:৩২ ২১ জুন ২০২২

জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ- ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলগাছা, চিনাডুলী, পার্থশী ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরির্দশন করে জনপ্রতি ১০ কেজি চাল তুলে দেওয়া হয়েছে।
এ সময় ইউএনও তানভীর হাসান রুমান, উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু উপস্থিত ছিলেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা জানায়, এরই মধ্যে বন্যা কবলিতদের জন্য কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, সদর ও পার্থশী ইউনিয়নে ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
পিআইও মেহেদী হাসান টিটু জানান, আরো ৩৫ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা শিগগিরই পানিবন্দি মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যমুনার পানি এখনো বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পাশাপাশি দেখা দিয়েছে নদীভাঙন। এরই মধ্যে গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাঁচটি ঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ডেইলি বাংলাদেশ/এআর