পিরোজপুরে মাদকসহ আটক ৫
প্রকাশিত: ১৮:৪৮ ২১ জুন ২০২২

আটক: প্রতীকী ছবি
পিরোজপুরে সোমবার রাতে লাইফ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব এবং জাকিয়া আশরাফ মেডিকেল ইনস্টিটিউটসহ তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
লাইফ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব এর চার তলায় মাদক সেবন কালে ৩টি ইয়াবাসহ হাসিব হাসান পিয়াল নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত পিয়াল ভান্ডারিয়ার ৩ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম ছেলে।
একই রাতে উপজেলার জাকিয়া আশরাফ মেডিকেল ইনস্টিটিউট থেকে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে মো. জিয়াউল ইসলামকে আটক করে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে ১২টি ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই মেডিকেল ইনস্টিটিউট এর পরিচালক। সে দক্ষিণ শিয়ালকাঠি মহল্লার মৃত মাওলানা আশরাফ আলী পাহলোয়ান এর ছেলে।
এ ছাড়াও উপজেলার লিয়াকত মার্কেট এলাকা থেকে গাঁজাসহ আ. মাজেদ খান, জিহাদ ফরাজী, সাব্বির মিয়া নামে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ