পুঠিয়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে দুইজন নিহত, আহত ১০
প্রকাশিত: ১৮:০৫ ২১ জুন ২০২২

দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল- ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা-রাজশাহী মহসড়কের পুঠিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন ঘোষপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঐ উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়ার মনছুর আলীর ছেলে সুমনুজ্জামান ও চারঘাট উপজেলার রাশেদুল ইসলাম। আহতরা হলেন- লেগুনার যাত্রী রাসেল, জিল্লুর রহমান, সাগর আলী, রনি, মঞ্জুরা বেগম, পিঞ্জিরা, তুফান, ফেরদৌসী ও আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ঘোষপুকুরে নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে পুঠিয়া থেকে নাটোরগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে গিয়ে যাত্রী সুমনুজ্জামান ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া রাশেদুলসহ আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস। পরে চিকিৎসক তাদের রামেক হাসপাতালে পাঠান। রামেক হাসপাতালে নেয়ার পথে রাশেদুল মারা যান।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি বাংলাদেশ/এআর