কুমিল্লায় নাশকতার মামলায় ৮ জামায়াত নেতা কারাগারে
কুমিল্লা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৩০ ২১ জুন ২০২২ আপডেট: ১৬:৪৮ ২১ জুন ২০২২

কুমিল্লা আদালত- ফাইল ছবি
কুমিল্লায় নাশকতার মামলায় জামায়াতের ৮ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠান বিচারক বেগম ফারহানা সুলতানা।
তারা হলেন- নগরীর ১নং ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, ৮নং ওয়ার্ডের মো. একরাম হোসেন বাবু, ৬নং ওয়ার্ডের মো. মোশাররফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার আমির হোসেন ফয়েজী, শুভপুর এলাকার মো. রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া ও নজির আহমেদ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত পুলিশের পরিদর্শক মজিবুর রহমান জানান, মুরাদনগর থানায় ২০১৮ সালের একটি নাশকতা মামলায় মঙ্গলবার ঐ ৮ জামায়াত নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত।
ডেইলি বাংলাদেশ/এআর/এইচএন