উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রকাশিত: ২০:২৯ ২২ মে ২০২২ আপডেট: ১৩:১৯ ২৩ মে ২০২২

ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সুতরাং উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের রয়েছে অনন্য অবদান। তাদের কঠোর শ্রম, নিষ্ঠা, আন্তরিকতা ও সরকারের কর্ম পরিকল্পনার ফলে এ ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে।
রোববার ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছে। এ সময় শিক্ষকদের পেশার মর্যাদা রক্ষা এবং উন্নত ও সমৃদ্ধ জাতি উপহার দেওয়ার জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
আরো পড়ুন> পণ্যের মান ও ওজন নিশ্চিতে বিএসটিআইকে আপসহীন হতে হবে: শিল্পমন্ত্রী
শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবির ব্যাপারে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্কুল জাতীয়করণ করেছে।
সমিতির জেলা শাখার আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান, সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাউছার আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুছ প্রমুখ।
সম্মেলনে ময়মনসিংহের ১৩টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমএস/এইচএন