রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের
প্রকাশিত: ১৯:০২ ৩ মে ২০২২ আপডেট: ১৯:৫৫ ৩ মে ২০২২

ঢামেকের স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা- ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে তারা ঢামেকের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টিম ঢামেক হাসপাতাল পরিদর্শন করে। তারা চিকিৎসক, নার্স এবং রোগীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢামেক সেরা সেবাটাই নিশ্চিত করতে চায়। এ সময় ঢামেকের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে ঈদ উপলক্ষে ঢামেকে দুপুরের খাবারের তালিকায় ছিল পোলাও, দুই পদের মাংস, কোরমা, সালাদ ও ফল। সকালে দেওয়া হয় সেমাইসহ অন্যান্য নাস্তার আইটেম।
ডেইলি বাংলাদেশ/এমআরকে/এইচএন