ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:১৫ ২৩ জানুয়ারি ২০২২ আপডেট: ১৬:১৬ ২৩ জানুয়ারি ২০২২

মো. কামরুল হাসান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. কামরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সচিব হিসেবে কামরুল হাসান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মোহসীনের স্থলাভিষিক্ত হবেন। মো. মোহসীন আগামী ৩০ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
কামরুল হাসান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ময়মনসিংহের বিভাগে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ডেইলি বাংলাদেশ/আরএইচ