শৈত্যপ্রবাহকে বিরতিতে পাঠাচ্ছে বৃষ্টি
প্রকাশিত: ২২:৫২ ১৮ জানুয়ারি ২০২২ আপডেট: ২২:৫৩ ১৮ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
দেশের চার অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা বেড়েছে। আগামীকাল বুধবারের মধ্যে শৈত্যপ্রবাহের এলাকা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার কোথাও কোথাও ঝিরঝির ও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে হালকা যে শীতের অনুভূতি আছে, তা থাকবে।
এরই মধ্যে পঞ্চগড়, দিনাজপুর ও নওগাঁ ছাড়া দেশের অন্য জায়গা থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওই তিন জেলা থেকেও শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, হিমালয়ের পাদদেশে ভারতীয় অংশে ইতোমধ্যে একটি মেঘমালা ভেসে এসেছে। বৃহস্পতিবারের মধ্যে তা বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। ফলে হালকা বৃষ্টি হতে পারে।
আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ডেইলি বাংলাদেশ/এনকে