চার অতিরিক্ত সচিবের দফতর বদল
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৭:২২ ২ মার্চ ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
চার মন্ত্রণালয়ের চার অতিরিক্ত সচিবকে বদলি করেছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রিজভীকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদারকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর