ধেয়ে আসছে বজ্রবৃষ্টি, আবহাওয়া অফিসের নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:৩৫ ১ মার্চ ২০২১ আপডেট: ১২:৩৮ ১ মার্চ ২০২১

ফাইল ছবি
ফেব্রুয়ারির শেষের দিকে থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দেশের কয়েকটি অঞ্চলে এরই মধ্যে ইলশেগুঁড়ি বৃষ্টিও হয়েছে। তবে এবার বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এতে আরো বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর