চারদিনের সফরে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব
প্রকাশিত: ১৮:২৭ ২৮ জানুয়ারি ২০২১

মাসুদ বিন মোমেন- ফাইল ছবি
চারদিনের সফরে দিল্লি গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার সকালে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। সেখানে তিনি ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বশরীরে ঢাকা সফরে আমন্ত্রণ জানাবেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৬ মার্চ ঢাকা আসতে পারেন মোদী।
শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনাভাইরাস প্রতিরোধে টিকা সহযোগিতা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
দিল্লি সফর সামনে রেখে বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে পানিবণ্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য বাড়ানো ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন। গত ডিসেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফরে যেতে চেয়েছিলেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেই সফর বাতিল হয়।
ডেইলি বাংলাদেশ/আরএইচ