দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা
প্রকাশিত: ২১:০২ ২৭ জানুয়ারি ২০২১

প্রতীকী ছবি
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা যায়।
পূর্বাভাসে বলা হয় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এছাড়া রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরের রাজারহাটে- ৯.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে-২৯.১ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে।
ডেইলি বাংলাদেশ/ইকেডি