কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ২০:০৬ ২৪ জানুয়ারি ২০২১ আপডেট: ২০:০৭ ২৪ জানুয়ারি ২০২১

দরিদ্র জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
চরাঞ্চলের শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ। একই সঙ্গে মুজিববর্ষ উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
রোববার সংঘের ব্যবস্থাপনায় কোস্টগার্ড সদর দফতর প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেগম ফারজানা কবির, প্রেসিডেন্ট বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ এবং বিসিজি লেডিস ক্লাবের কেন্দ্রীয় ও ঢাকা জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন মুজিববর্ষ উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, গল্প বলা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ