সেরামের ভ্যাকসিন ২৫ জানুয়ারির মধ্যেই দেশে আসবে: স্বাস্থ্য অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:২৬ ১১ জানুয়ারি ২০২১ আপডেট: ১৮:০৬ ১১ জানুয়ারি ২০২১

ব্রিফ করছেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিন ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার বিকেলে করোনার ভ্যাকসিন ইস্যুতে এক সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রথম চালানেই ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আনা হবে। দুই দিন ওয়্যার হাউসে রাখার পর প্রতি জেলায় পাঠানো হবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি বাংলাদেশ/জেডআর/এইচএন