বিজিবির অস্ত্র চালনায় সেরা বিথি
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৩:০০ ৬ ডিসেম্বর ২০২০

হাসিনা আক্তার বিথি ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফায়ারিং বা অস্ত্র চালনায় সেরা হলেন হাসিনা আক্তার বিথি।
শনিবার সকালে বিজিবির ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিথি'র এমন সাফল্য প্রশংসা কুড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টারের সমাপনীতে ভার্চুয়ালি যোগ দেয়া বিথির হাতে পুরস্কার তুলে দেন বিজিবি।
সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে বক্ষ নম্বর-৪৩১ রিক্রুট মো. খোকন মোল্লাকে প্রথম স্থান অর্জন করায় এবং বক্ষ নম্বর-৬৮৭ রিক্রুট হাসিনা আক্তার বিথি শ্রেষ্ঠ ফায়ারার হওয়ায় উভয়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
ডেইলি বাংলাদেশ/এমকে