ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৪:১৮ ২৯ নভেম্বর ২০২০ আপডেট: ০৪:২০ ২৯ নভেম্বর ২০২০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল- ফাইল ছবি
ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরের গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অক্টোবর মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতায় যথাযথভাবে চিকিৎসা নিতে পারেননি। এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে।
আগামী ১১ ডিসেম্বর শুক্রবার বা নিকটবর্তী কোনো সময়ে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন।
ডেইলি বাংলাদেশ/আরএইচ